একটি ব্যক্তিগত পোষ্টঃ আমার সুন্দরী বাবুর জন্মদিন
লিখেছেন লিখেছেন মামুন ০৯ নভেম্বর, ২০১৪, ০৯:৪৩:৩৪ রাত
আজ থেকে ১৩ বছর আগে...
এমনই একটি শীত আসি আসি রাতে আমার প্রিয় শহর চট্টগ্রামে- আমি ও বড়ুয়া সুমন মেমন হাসপাতালের নিচতলায় একটা বেঞ্চে বসা। কিছুক্ষণ পরে আমি শুয়ে পড়লাম। সুমন পাশে বসে থাকল। আমরা অপেক্ষায় আছি।
আমার দ্বিতীয় সত্তার এই পৃথিবীতে আসার অপেক্ষায়!
আমার খুব খারাপ লাগছিল। শুধু কি এক অজানা টেনশনে ভুগছিলাম। এর কারন ছিল মুলত প্রথম বাবা হবার আনন্দের সাথে অজানা শঙ্কা (শঙ্কা ঝুমুর জন্য)। হালিশহরের বাসায় থাকি তখন। আমাদের আশপাশের বাসাগুলোতে সব আব্বার কলিগদের বাসা। এরা সবাই কাস্টমস হাউজে পোস্টেড কাস্টমস অফিসার ছিলেন। অধিকাংশই বাড়িওয়ালা। আর আমাদের এই অফিসারদের ছেলেমেয়েদের এক আলাদা জগত ছিল। যারা স্বাভাবিক জীবনে ছিল, তারা অতি স্বাভাবিক। আর আমাদের মত বেশীরভাগই ছিল ডাইলেতে নড়িচড়ি টাইপের।
ভোর ৫টার সময় আমার প্রথম বাবু নুর-ই-তাসনীম মালিহা যাকে আমি সুন্দরী বাবু বলে থাকি, ওর মায়ের কোল জুড়ে আসে। আমাকে সবাই হাসপাতালেই আজান দিতে বলে। আমি আনন্দে আত্মহারা! এর ভিতরে মেমনের সিড়ি ঘরের উপরে এক যায়গায় দাঁড়িয়ে আজান দিলাম। জীবনে অনেক আজান দিয়েছি; কিন্তু সেদিনের এই আজানের তুলনাই ছিলনা।
দেখতে দেখতে আজ ১৩টি বছর পার করে আমার সুন্দরী বাবু ১৪ বছরে পা দিলো। দিনগুলো যেন ঘোড়ার পিঠে চড়ে চলে গেল। তবে যাবার সময় একটা স্মৃতির রেখা রেখে গেছে। আমার ব্রেইনের ভিতরে।আর এই ১৪ বছরে পা দিতে গিয়ে সে যে যে যায়গায় থেকেছে সেখানে। চট্টগ্রামে ই সব থেকে মজার সময়টা কেটেছে আমার ওর সাথে। তখন সময় ছিল অঢেল-সাথে চিন্তার জগতটাও ছোট ছিল। আর সব থেকে খারাপ সময় কেটেছে আরো ৪ বছর আগে। জাহাঙ্গীরনগর ক্যাম্পাস সংলগ্ন বাড়িটায় থাকাকালীন আমার বেকার জীবনের সেই সময়টায়। দুঃখ বাবুটা যখনি ভালোভাবে বুঝতে শিখেছে, সেই সময়েই এক অথর্ব বাবা হিসেবে আমি ওর সামনে ছিলাম।
এখন প্রাচুর্য না থাক- বাবা হিসাবে আমি একটা অবস্থান তৈরী করতে পেরেছি-আমার সুন্দরী বাবুর কাছে। জীবনটা আসলে ছোট ছোট চাহিদার সমন্বয়ে একটা গোছানো জগত। সেখানে সব কিছুই পুরণ হবে না, এটা জেনেও আশা জিইয়ে থাকে। আর যারা সব আশা থেকে একটু একটু করে হলেও স্বাদ নিতে পারে- তারাই ভালভাবে বেঁচে আছে। আমি জানি না, আমার এই পরিবারের সবাই তাদের নিজস্ব ছোট ছোট চাহিদাগুলো আমার কাছ থেকে পাচ্ছে কিনা।
আমার সুন্দরী বাবুটা বড় হয়ে গেল। ১৪ বছরটা কি এক রহস্যময়? কোনো এক কিশোরীর জন্য? ওর ভিতরে কি অনুভুতি জন্মাচ্ছে সেটা যদি জানতে পারতাম!
আমার মালিহা বাবু!
এই দিনটি যেন তোমার জীবনে আরো অনেক অনেক বার আসে! সবাইকে নিয়ে আনন্দে থাকতে পারো- আনন্দে ভেসে ভেসে তোমার সামনের দিনগুলো আরো সুন্দর ও ঊজ্জল হয়ে উঠুক!
আজ জন্মদিন তোমার!!!
সকল ব্লগার ভাই এবং বোনদের কাছে আমার সুন্দরী বাবুর জন্য দোয়ার দরখাস্ত রইলো। এখন ওর জে এস সি পরীক্ষা চলছে, সেজন্যও সকলে দোয়া করবেন।
বিষয়: বিবিধ
২০৫০ বার পঠিত, ৬৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার হৃদয়ের গভীর থেকে বের হয়ে আসা উষ্ণতর ভালোবাসার পরশটুকু অনেক ভালো লাগল।
জাজাকাল্লাহু খাইর।
শুভকামনা রইলো নিরন্তর।
মেমন হসপিটাল ভাই আমাদের বাসা থেকে ৫ মিনিট এর দুরুত্ব। প্রায় প্রতিদিনই তার সামনে দিয়ে যাওয়া হয়। চোদ্দ বছর আগে মানে ২০০০ সালের দিকে পরিচালক ছিলেন আমার মামি। হালি শহর কি কে-ব্লক এর বাসা ছিল।
আল্লাহতায়লা আপনাদের সুস্থ এবং সুন্দর জিবন দিন।
আপনার দোয়ায় আমীন।
আপনিও পরিবারের সকলকে নিয়ে ভালো থাকবেন।
জাজাকাল্লাহু খাইর।
আমার আব্বা সিটি কলেজের অধ্যাপক ছিলেন।
রাজনিতিবিজ্ঞান বিভাগ। তিনি স্পোর্টস এর ভারপ্রাপ্ত টিচারও ছিলেন।
শুভেচ্ছা রইলো। আপনার পরিবারের সকলকে নিয়ে সবসময় আল্লাহপাক আপনাদেরকেও ভালো রাখুন-আমীন।
জাজাকাল্লাহু খাইর।
আমি দীর্ঘদিন আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় ছিলাম। আর আমার বউয়ের জন্মই হয়েছে সিজিএস কলোনীতে।
আপনার আব্বার বাড়ি আগ্রাবাদের কোন যায়গায়, বললে হয়ত চিনতে পারতাম।
আপনাকে অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
আপনার দোয়া পৌঁছে দিলাম। আর আপনার দোয়ায় আমীন।
জাজাকাল্লাহু খাইর।
আপনাকে ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
আমার ১২+ রূপসী এবার পিইসিই দিবে।
ধন্যবাদ।
আর আপনার রুপসীকেও আল্লাহপাক নেক হায়াত দান করুন, আমীন। ওর পরীক্ষা ভালো হোক এই কামনা করছি।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
আর আমার পক্ষ থেকে সবার জন্য এই লন বার্থডে কেক।
শুভেচ্ছার এবং কেকের জন্য জাজাকাল্লাহ।
আল্লাহপাক আপনাকে সবসময় ভালো রাখুন-আমীন।
কামনা করি সন্তানকে নিয়ে আপনার জীবনের স্বপ্ন সফল হোক, সুন্দরী বাবু সুমানুষ হকে, দীর্ঘজীবি হোক।
শুভরাত্রি।
আপনার দোয়ায় আমীন।
আপনিও পরিবারের সকলকে নিয়ে যেন সব সময় ভালো থাকতে পারেন, সেই দোয়া করছি। আল্লাহপাক কবুল করুন।
জাজাকাল্লাহু খাইর।
হে আল্লাহ ,মালিহা মামনিকে আপনি নেক হায়াত দান করুন ,আপনি তাকে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভের তৌফিক দিন ।তাকে বাবা মায়ের চক্ষু শীতলকারী নেক সন্তান হওয়ার তৌফিক দিন ।আমীন ।
আপনার দোয়া আল্লাহপাক কবুল করুন-আমীন।
আপনাকেও আল্লাহপাক পরিবারের সকলকে নিয়ে ভালো থাকার তৌফিক দান করুন-আমীন।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
আপনার প্রত্যেক অনিন্দ্য নান্দনিক লেখনীতেই আপনাকে-আপনার ফ্যামেলি কে উপলব্ধি করি আমি!আজ সরাসরি কিছু তুলে ধরায় অনেক অনেক ধন্যবাদ!
'নূর-ই-তাসনীম মালিহা'অনেক সুন্দর ও প্রিয় একটি নাম আমার কাছে। 'খোদায়ী রৌশনীতে লাবন্যময়ী আবয়ব'এর অর্থ!
সম্ভাবনাহীন স্বপ্নময়ী অনাগতা আমার ভবিষ্যতের জন্য'মালিহা' নামটা আমি সিলেক্ট করে রেখে ছিলাম মনে মনে!
'সুন্দরী বাবু'র জন্যে মহান আল্লাহর কাছে দুয়া- হযরত আয়েশা (রাঃ),হযরত ফাতিমা(রাঃ)এর আদলে একজন পরিপুর্ণা মানবী হিসেবে গড়ে উঠার তৌফিক দাও হে খোদা!'জান্নাতের সার্টিফিকেট'এই অমুল্য সম্পদের যথাযথ কর্তব্য পালনে আমাদের কে সাহায্য কর!
ব্যতিক্রম অনন্যতায় চমৎকার কাংখিত একটি পোস্টের জন্য জাযাকুমুল্লাহু খাইরাল জাযাহ শ্রদ্ধেয় মামুন ভাই!!!
আপনার মন্তব্যে আমি আনন্দিত এবং অভিভূত!
আপনার দোয়ায় আমীন।
আল্লাহপাক আপনার জীবনকেও সুন্দর এবং শান্তিময় করে তুলুন-আমীন।
জাজাকাল্লাহ খাইর।
আপনার শুভেচ্ছা মালিহাকে পৌঁছে দিলাম।
আপনাকেও আল্লাহপাক পরিবারের সকলকে সাথে নিয়ে ভালো রাখুন-আমীন।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
মামুন ভাই আপনার জন্য ঃ মেয়েকে এসব বলেছি বলে আমাকে ক্ষমা করবেন। আমিও সদ্য বাবা হওয়ার জন্য অপেক্ষা করছি। কেমন যেন অজানা একটা ভাল লাগা বোধ তৈরি হচ্ছে। তাই আবেগে বলতে না চেয়েও আপনার মেয়ের জন্য বলে ফেললাম।
আমার জন্য এক্তু খাছ করে দোয়া করবেন। সামনের ১৪ তারিখ আমার সুখ ও দুঃখের দুটোরই দিন। আমার স্ত্রী অবস্থা ক্রিতিকেল অবস্থায় আছে।
আর আল্লাহপাক ইনশা আল্লাহ আপনার জন্য সুখের দিনই আনবেন। আমরা ব্লগের সবাই আপনাদের জন্য দোয়া করব।
আল্লাহপাক আপনার সকল মুশকিল আসান করে দিন-আমীন।
আপনার দোয়ায় আমীন।
আপনাকেও যেন আল্লাহপাক সর্বদা শান্তিতে রাখেন-আমীন।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।
জাজাকাল্লাহু খাইর।
বেশ কিছুদিন আপনাকে পেলাম না।
আজ এলেন, অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো!
আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
খুব ভালো লাগলো তোমার এই অনুভূতির প্রকাশটুকু।
জাজাকাল্লাহু খাইর।
আমার কিউট কিউট ছোট্ট বোন দুইটাকেই বড় ভাইয়া হিসেবে আমার পক্ষথেকে বিশেষ সালাম পৌছায়ে দিবেন “ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ”।
লাবিবা কে মনে হচ্ছে মারাত্মক দুষ্টু। মনে আমাকেও হার মানতে বাধ্য করবে লাবিবা !!
তোমার সালাম পৌঁছে দিয়েছি মোবাইলে।
আর তোমার অনুমান ১০০ ভাগ সত্য লাবিবার ব্যাপারে। সে আমার ছেলের সকল অভাব পূরণ করে, সাথে দুষ্টুমিটুকুও।
অনেক অনেক শুভকামনা রইলো তোমার জন্য।
ওয়াও মামা.... থ্যাংক্স এ্যা লট এই নিন ডাক্তার লাবিবার ছবি
অনেক ভালো লাগলো ডাক্তার লাবিবার ছবিটি।
মন্তব্য করতে লগইন করুন